নাগরিকত্ব আইনের প্রতিবাদ, উত্তপ্ত রাজারহাট-নিউটাউন


নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের আঁচ এবার লাগল নিউটাউনেও।  নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নিউটাউনের বন্ধের মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। 

Share this Video


নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভের আঁচ এবার লাগল নিউটাউনেও। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নিউটাউনের বন্ধের মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা রাস্তায় টাওয়ারও জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসতে হয় নিউটাউন থানা ও ইকোপার্ক থানার বিশাল পুলিশ বাহিনীকে। রাস্তার আগুন নিয়ন্ত্রণে আনতে আসতে হল দমকল বাহিনীকেও। রাজারহাটের রাইগাছি ঘাটেও শনিবার সকাল থেকেই রাস্তা অবোরধ করে রাখেন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু মানু। গাছের গুঁড়ি জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ। 

Related Video