পেঁয়াজ একশো, ডবল সেঞ্চুরির পথে মুরগির মাংসও, দেখুন ভিডিও

  • পেঁয়াজের পরে এবার দাম বাড়ছে মুরগির মাংসের
  • দাম বাড়ছে পোলট্রির ডিমেরও
  • মুরগির মাংসের দাম দুশো ছুঁই ছুঁই

/ Updated: Nov 27 2019, 03:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁয়েছিল। এবার ডবল সেঞ্চুরি হাঁকানোর পথে মুরগির মাংস। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। ফলে বাজারে গিয়ে রোজই নতুন নতুন ধাক্কা খাচ্ছেন ক্রেতারা। সরবরাহে ঘাটতি থাকায় গত কয়েকদিন ধরেই অগ্নিমূল্য পেঁয়াজ। কলকাতার বাজারে পেয়াঁজের দাম ইতিমধ্যেই একশো ছুঁয়েছে। ক্রেতাদের অবশ্য অভিযোগ, শুধু পেঁয়াজ নয়, সব সব্জির দামই পাল্লা দিয়ে বেড়েছে। এতকিছুর মধ্যেও মুরগির মাংসের দাম কিছুটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই তা ধীরে ধীরে বাড়ছিল। কলকাতা এবং সংলগ্ন এলাকায় পোলট্রির মুরগির মাংসের দাম কেজি প্রতি একশো আশি টাকায় পৌঁছেছে। কোথাও কোথাও মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৯০ টাকা করেও। এক পিস ডিমের দাম পৌঁছেছে ছ' টাকায়। ক্রেতাদের অভিযোগ, বিয়ের মরশুম পড়ায় ইচ্ছাকৃতভাবে মুরগির মাংসের দাম কেজি প্রতি কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রাজ্য সরকারের  টাস্ক ফোর্স বাজারে বাজের হানা দিচ্ছে। তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বিক্রেতাদের পাল্টা অভিযোগ, পাইকারি দাম বেড়ে যাওয়াতেই তাঁরা বেশি দামে জিনিস বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

যদিও পেঁয়াজের দাম কমতে পারে বলে আশার কথা শুনিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি, নাসিকের বাজারে নতুন পেঁয়াজ উঠেছে। সেই পেঁয়াজ কলকাতায় আসছে। কিছুদিনের মধ্যেই দাম কমতে পারে।