রাস্তায় পড়ে বোমা, পিস্তল, কাটমানি সংঘর্ষে ধুন্ধুমার রাজারহাটে, দেখুন ভিডিও

  • কাটমানি নিয়ে রাজারহাটে ধুন্ধুমার কাণ্ড
  • তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষ
  • ডেপুটি মেয়রের বাড়িতে হামলার অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী
     

/ Updated: Aug 06 2019, 08:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কাটমানি নেওয়াকে কেন্দ্র করে বিধায়ক সব্যসাচী দত্ত ও ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল নারায়ণপুরের বাবলাতলা। চলল বেশ কয়েক রাউন্ড গুলি, সঙ্গে পাল্লা দিয়ে চলল বোমাবাজি। বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে সব্যসাচীর অনুগামীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আহত বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।  পরে একাধিক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয়েছে পিস্তল এবং বোমা। 

এ দিন সকালে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং স্থানীয় কাউন্সিলর আজিজুল মণ্ডলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে চিনার পার্ক মোড় অবরোধ করেন। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাপসবাবুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে। যদিও তাপসবাবু কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজু পাল নামে এক দুষ্কৃতীর নেতৃত্বে এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চলছিল। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারাই রুখে দাঁড়িয়েছেন।