বিধানসভায় ক্ষিতি গোস্বামীকে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও
- প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী
- চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
- মঙ্গলবার মরদেহ আনা হয় বিধানসভায়
- প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত হয়েছেন রবিবার ভোরে। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ বামনেতা ক্ষিতি গোস্বামীর মরদেহ আনা হয় বিধানসভায়। বিধানসভার অলিন্দে তাঁর মরদেহে মালা দিয়ে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ আরও অনেকে। প্রায় জন্মলগ্ন থেকেই এ রাজ্যে বাম আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। সাতাত্তর সালে বামফ্রন্ট ক্ষমতার আসার পর মন্ত্রীও হন তিনি। সামলেছেন পূর্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও। ২০১৮ সালে আরএসপি-র সর্বভারতীয় সম্পাদক হন ক্ষিতি গোস্বামী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গলার চিকিৎসার জন্য সম্প্রতি চেন্নাইয়ে গিয়েছিলেন এই প্রবীণ বাম নেতা। রবিবার ভোরে সেখানকার একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।