নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফের পথে মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফের পথে মুখ্যমন্ত্রী
  • কলকাতায় মিছিলে হাঁটলেন তিনি
  • মিছিল হল রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত
  • মিছিল শেষে সভাও করলেন মুখ্যমন্ত্রী

/ Updated: Dec 26 2019, 06:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এ রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার ফের মিছিলে হাঁটলেন তিনি। মিছিল শেষে মল্লিকবাজারে জনসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'জীবন দিয়ে অধিকার রক্ষার আন্দোলন চলবে। বাংলায় ধর্মীয় বিভাজন করা যাবে না।' নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সরব একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, 'ছাত্রাবস্থা থেকে আন্দোলন করছি। আন্দোলনের গতি বুঝি। প্রথমদিন বলেছি, এটা হতে পারে না। ছাত্র আন্দোলনের পাশে আছি। আন্দোলন করলে পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে, হস্টেল বন্ধ করা দেওয়া হচ্ছে।' উল্লেখ্য, স্রেফ এ রাজ্যেই নয়,  ভিনরাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের পাশেও দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।  অসম ও উত্তপ্রদেশে যাওয়ার পথে বিমানবন্দরে দলের প্রতিনিধিদের আটকে দেয় পুলিশ। বৃহস্পতিবার কর্ণাটকে প্রতিনিধি পাঠানোর কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।