মাঝেরহাট ও তারাতলা ব্রিজ খোলা নিয়ে বিজেপি-পুলিশের সংঘর্ষ, দেখে নিন ভিডিও
Nov 26, 2020, 5:59 PM IST
মাঝেরহাট ও তারাতলা ব্রিজ খোলা নিয়ে উত্তপ্ত কলকাতা। পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে বেধে যায় সংঘর্ষ। পরে সেই অশান্তি ওঠে চরমে। ঝামেলার জেরে রাস্তা বন্ধ হয়ে যায়। যার জেরে সৃষ্টি হয় যানজট। পরে কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনা ঘিরে সেখানে অশান্তি চরমে ওঠে। একদিকে বাম ও কংগ্রেসের বন্ধ অন্যদিকে বিজেপির এই কর্মসূচি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা।