মুখ্যমন্ত্রীর কাটমানি দাওয়ায়ই ভাওতা! চাঞ্চল্যকর দাবি মান্নানের

  • কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান কাটমানি কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য করলেন।
  • তাঁর দাবি, কাটমানি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে।

/ Updated: Jun 24 2019, 05:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান কাটমানি কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য করলেন। তাঁর দাবি, কাটমানি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছেন। রাজ্যে লোকায়ুক্ত আছে। কিন্তু তার আইন এত দুর্বল যে সেখানে এমপি, এমএলএ, জনপ্রতিনিধি ও আমলাদের কোন সাজা হবে না। সেই কারণে রাজ্যে কংগ্রেস চায় কমিশন করুক সরকার। সিদ্ধার্থ শংকর রায় এই রকম কমিশন বসিয়ে দুই মন্ত্রীকে সাজা দিয়েছিলেন। সেই উদাহরণ টেনে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এদিন বলেন, 'আসলে তৃনমূল ও বিজেপি কেউই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে না। সদিচ্ছা থাকলে মুখ্যমন্ত্রী লোকায়ুক্ত আইন বদল করুন।' তাঁর আরও অভিযোগ, ভোটের ফল খারাপ হওয়ার পরই মুখ্যমন্ত্রী এই সব  শুরু করেছেন। চিটফান্ড নিয়ে সিবিআই তদন্ত শুরু হলে উনি রাস্তায় নেমেছেন, নারদা অভিযুক্তদের টিকিট দিয়েছেন উনি। চিটফান্ড তদন্ত নিয়ে রাজনীতি করছে বিজেপি। তৃনমূল ও বিজেপি দুটি দলই রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে, সোমবার বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এমনই অভিযোগ ও দাবি করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। তার আরও দাবি সিপিএমের আমলে এমন লাগাম ছাড়া দুর্নীতি ছিল না।তাই রাজ্যকে বাচাতে বাম-কংগ্রেসের যৌথ আন্দোলনের কথাও এদিন তিনি বলেন।