KMC election 2021: নির্বাচন কমিশন দফতরের সামনে সিপিএম-কংগ্রেসের বিক্ষোভ

নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ। সন্ত্রাসের অভিযোগ পুননির্বাচনের দাবি। রডন স্ট্রিটে চলতে থাকে সিপিএম-এর বিক্ষোভ। অন্যদিকে চলে কংগ্রেসেরও মিছিল। পুরভোটে ছাপ্পাভোটের অভিযোগে চলে বিক্ষোভ।

/ Updated: Dec 20 2021, 08:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ। সোমবার সন্ত্রাসের অভিযোগ পুননির্বাচনের দাবিতে চলতে থাকে বিক্ষোভ। রডন স্ট্রিট থেকে শুরু হয় সিপিএম-এর বিক্ষোভ। অন্যদিকে চলে কংগ্রেসেরও মিছিল। পুরভোটে ছাপ্পাভোটের অভিযোগে চলে বিক্ষোভ। কলকাতা পুরভোটের দিন কলকাতা শহরের একাধিক হিংসার ঘটনা ঘটে। বিজেপি-সহ সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলেরই অভিযোগ সমস্ত বুথেই বেনজির সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়ে যায় ভোট। ভোট শুরু হতে না হতেই অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। ভোট ঘিরে অশান্তির অভিযোগ ওঠে একাধিক জায়গায়। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু হয় পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে হয় ভোটগ্রহণ। মোতায়েন ছিল সাড়ে ২৩ হাজার পুলিশ। সেই সঙ্গেই স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি চলতে থাকে। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বেশ কিছু জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ ওঠে। এই সব ঘটনারই প্রতিবাদ চলতে থাকে সোমবার।