Weather forecast: ক্রমশ পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানাল আবহাওয়া দফতর

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় জওয়াদ এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসগরের পুরী থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রথম ৬ ঘণ্টার উত্তর দিকে যাবে, তারপরে উত্তর পুর্ব দিকে যাবে ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। 

/ Updated: Dec 04 2021, 07:01 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় জওয়াদ এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসগরের পুরী থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রথম ৬ ঘণ্টার উত্তর দিকে যাবে, তারপরে উত্তর পুর্ব দিকে যাবে ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। ৫ তারিখ পুরীর উপকূলে পৌঁছাবে ঘূর্ণিঝড়। তারপর পশ্চিমবঙ্গ উপকূল পৌঁছাবে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গে তবে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব থাকবে না। তবে শনিবার রাত থেকে ৫ তারিখ বিকেল পর্যন্ত উপকূল এর জেলাতে ৪০ কিমি বেগে হওয়া বওয়ার সম্ভাবনা। সেই সঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার রাত থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি। রবিবার দুই ২৪ পরগনা সহ হাওড়া, হুগলি কোলকাতা, দুই মেদনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের ৬ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে জারি নিষেধা়জ্ঞা। ৬ তারিখ বিকেল থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।