Asianet News BanglaAsianet News Bangla

বেহালার প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন

Jan 12, 2021, 1:00 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo


বেহালা কালিতলা প্লাস্টিক গোডাউনে বিধ্বংসি আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। সূত্রের খবর, সকাল সাতটায় আগুন লাগে সেখানে। পাশের কারখানার একজন দেখতে পায় আগুন। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। দমকলে খবর দেওয়া হলে দমকল প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সেখানে হতাহতের কোনো খবর নেই বলেই জানা গিয়েছে। 

Video Top Stories