জীবন্ত রাধা-কৃষ্ণকে নিয়ে দোল উৎসব পালন
দোলের আগেই দেখা মিলল জ্যান্ত রাধা-কৃষ্ণদের। রং খেলায় মজেছে এখন এই রাধা-কৃষ্ণরা। বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ড দেখা গেল এমনই ছবি। দোল উৎসব পালনের মধ্যে দিয়ে উঠে এল রাধা-কৃষ্ণর প্রেমলীলা। বিধান নগর ৩৮ নম্বর ওয়ার্ডে জীবন্ত রাধাকৃষ্ণের দোল উৎসব।
রাত পোহালেই হোলি। রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। তবে ইতিমধ্যেই বহু জায়গায় বসন্ত উৎসব উদযাপন করতে দেখা গিয়েছে। এবার তবে একটু অন্যরকম বসন্ত উৎসব (Basanta Utsav) পালন করতে দেখা গেল বিধাননগরে। দোলের (Holi) আগেই দেখা মিলল জ্যান্ত রাধা-কৃষ্ণদের (Radha and Krishna)। রং খেলায় মজেছে এখন এই রাধা-কৃষ্ণরা। বিধাননগরের (Bidhannagar) ৩৮ নম্বর ওয়ার্ড দেখা গেল এমনই ছবি। দোল উৎসব পালনের মধ্যে দিয়ে উঠে এল রাধা-কৃষ্ণর প্রেমলীলা। বিধান নগর ৩৮ নম্বর ওয়ার্ডে জীবন্ত রাধাকৃষ্ণের দোল উৎসব। দোলের আগেই বৃহস্পতিবার সকালে জীবন্ত রাধাকৃষ্ণদের দোল উৎসব পালন করতে দেখা গেল বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ড, সল্টলেকের (Salt lake) দত্তবাদের বাসিন্দাদের নিয়ে। জীবন্ত রাধাকৃষ্ণের পাশাপাশি গোপীনীদেরকেও দেখা যায়। বিভিন্ন রঙের আবির নিয়ে খেলা করতে। সব মিলিয়ে বলা যায় রাধাকৃষ্ণের প্রেমলীলা ফুটিয়ে তোলা হয়েছে দোল উৎসবের মধ্য দিয়ে।