'কলকাতা পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়', দিল্লি যাওয়ার আগে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ

বৃহস্পতিবার সকলেই রাজধানীর উদ্দেশে রওনা দিলেন দিলীপ। রাজধানী যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্য সরকার বিরোধী একাধিক মন্তব্য দিলীপের।
 

Share this Video

বৃহস্পতিবার সকলেই রাজধানীর উদ্দেশে রওনা দিলেন দিলীপ। রাজধানী যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্য সরকার বিরোধী একাধিক মন্তব্য দিলীপের। 'কলকাতা পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়', বলেন দিলীপ। এছাড়াও একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে ছাড়লেন না তিনি। প্রসঙ্গত, বুধবার ফুলবাগানের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত জায়গা, এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়।' দুর্গাপুজো ইউনেস্কো তেকে স্বীকৃতি পেয়েছ, এপ্রসঙ্গে তিনি বলেন, 'টিএমসি কি দুর্গাপুজো শুরু করেছিল পশ্চিমবঙ্গে। এমন ভাব করছে যেন এয়ারপোর্ট ওরাই তৈরি করছে, স্বাধীনতা নিয়েছে, হাওড়ার ব্রিজ ওরা করেছে। যা ছিল ওটাকে নষ্ট করছে ওরা।' দুর্গা পুজোর অনুমতির জন্য কেন মানুষকে কোর্টে যেতে হয়, সে প্রশ্নও ছুঁড়ে দেন দিলীপ। 

Related Video