Dilip Ghosh: 'শীত অধিবেশনে বিশেষ গুরুত্ব পাবে কৃষি বিল', জানালেন দিলীপ

শীতকালীন অধিবেশনে যোগ দিতে সাত সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কী কারনে দিল্লী যাচ্ছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, 'পার্লামেন্টে অধিবেশন শুরু হচ্ছে,  এবার সবথেকে বড় বিষয় হল কৃষিবিল এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আর্থিক বিল আছে সেগুলো পাস হবে'। 
 

/ Updated: Nov 29 2021, 11:23 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৯ নভেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন (winter session of parliament)। অধিবেশনে যোগ দিতে রাজধানীতে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শীতকালীন অধিবেশনে যোগ দিতে সাত সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কী কারনে দিল্লী যাচ্ছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, 'পার্লামেন্টে অধিবেশন শুরু হচ্ছে,  এবার সবথেকে বড় বিষয় হল কৃষিবিল এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আর্থিক বিল আছে সেগুলো পাস হবে'। এদিন তিনি পুর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বলেন সম্ভবত সোমবারই প্রর্থী তালিকা ঘোষণা হবে, কলকাতা থেকেই ঘোষণা হবে। তথাগত রায় টুইট প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ। শীতকালীন অধিবেশন নিয়ে তিনি আরও বলেন, 'আমাদের সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায়।' এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

Read more Articles on