জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে অর্জুনের মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপ
একধিক রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে দিলীপ জানালেন সর্বত্র দাম বেড়েছে। নিহত বিজেপি নেতার মৃত্যু নিয়েও একাধিক কথা বললে দিলীপ। মিলেটারি হাসপাতাল থেকে ঠিক রিপোর্ট হবে, বললেন দিলীপ ঘোষ।
আবারও একধিক রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষকে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন সর্বত্রই দাম বেড়েছে। শুক্রবার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার। নিহত বিজেপি নেতার মৃত্যু কথা বলতে গিয়ে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি এও জানান মিলেটারি হাসপাতাল থেকে বিজেপি নেতার মৃত্যুর সঠিক রিপোর্ট। দিলীপ ঘোষ বলেন, 'এর আগেও হয়েছে প্রত্যেকবার পোস্টমর্টেম হয়েছে সন্দেহ প্রকাশ হয়েছে তৃতীয়বার পোস্টমর্টেম হয়েছে আমাদের বেলেঘাটার অভিজিৎ কে হত্যা করা হয়েছিল তাকে শেষ পর্যন্ত কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছিলাম প্রথমবার ময়নাতদন্তের উপর সন্দেহ ছিল সেটাও জালি ছিল শেষ পর্যন্ত তিন মাসেই বডি কে আটকে রেখে গলিয়ে দিয়ে তারপর দেওয়া হয়েছে সমস্ত তথ্য কে বিলোপ করার জন্য এদের এই চালাকি ধান্দাবাজি আমরা জানি তাই কোর্টে গেছি ,কোর্ট আমাদের দাবি মেনে নিয়েছে মিলিটারি হাসপাতাল থেকে ঠিকঠাক রিপোর্ট আসবে এটা আমাদের বিশ্বাস।' অন্যদিকে, বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নানান মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন 'বিধানসভাকে আপমানিত করার খেসারত টিএমসি-কে দিতে হবে'।