বিশৃঙ্খলা রুখতে ব্য়বস্থা কোথায়, প্রশ্ন দিলীপের

শিল্প সম্মেলনে গিয়ে মোচ্ছব করছেন মুখ্যমন্ত্রী, এদিকে রাজ্য জ্বলছে। রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য  করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দিলীপের অভিযোগ, সিএবি-র বিরুদ্ধে রাস্তায় নেমেছে গুন্ডা বাহিনী। এরাই ভোটে মমতাকে জিতিয়ে নিয়ে আসেন। 

Share this Video

শিল্প সম্মেলনে গিয়ে মোচ্ছব করছেন মুখ্যমন্ত্রী, এদিকে রাজ্য জ্বলছে। রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি দিলীপের অভিযোগ, সিএবি-র বিরুদ্ধে রাস্তায় নেমেছে গুন্ডা বাহিনী। এরাই ভোটে মমতাকে জিতিয়ে নিয়ে আসেন। সব দেখেও কড়া হাতে রাজ্য়ের বিশৃঙ্খল পরিস্থিতি দমন করছেন না মমতা বন্দ্যোপাধায়। যারা ওপার বাংলা থেকে এখানে চলে এসেছেন , দীর্ঘদিন হয়ে গেলেও তাঁরা নাগরিকত্ব পাননি। মোদী সরকার এসে তাদের নাগরিকত্ব প্রদানের কাজ শুরু করেছে। কিন্তু তা সহ্য করতে পারছে না কিছু লোকজন।

Related Video