Foggy weather: নিম্নচাপ কাটতেই ঘন কুয়াশায় ঢাকল কলকাতা, ব্যাহত বিমান পরিষেবা

সকাল থেকে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। সকাল ছয়টার পর বেশকিছু বিমান বাতিল। পাশাপাশি ভিআইপি রোড, নিউটাউনের রাস্তা সহ বিভিন্ন জায়গায় যান চলাচলে সমস্যা।
 

/ Updated: Dec 08 2021, 11:18 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সকাল থেকে ঘন কুয়াশা (fog)। দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) বিমান চলাচল ব্যাহত। সকাল ছয়টার পর বেশকিছু বিমান বাতিল। পাশাপাশি ভিআইপি রোড, নিউটাউনের রাস্তা সহ বিভিন্ন জায়গায় যান চলাচলে সমস্যা। নিম্নচাপ কাটতেই ঘন কুয়াশায় ঢেকে গেছে শহর কলকাতার একাধিক এলাকা। বাদ পড়েনি কলকাতা বিমানবন্দর সহ আশেপাশের এলাকা। দৃশ্যমানতা প্রায় ১০০ মিটার। যে কারণে সকাল ৬টার পর থেকে বেশ কিছু বিমান বাতিল হয়ে যায়। এক কথায় বলা চলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত কলকাতা বিমানবন্দরে। শুধু তাই নয় ভিআইপি রোড ও নিউটাউনে রাস্তায সহ গাড়ি চলছে ধীরগতিতে। সেই একই ছবি দেখা গিয়েছে হাওড়া ব্রিজ ও স্টেশনে। এদিন সকাল থেকেই সেখানে ধীর গতিতেই যান চলাচল হতে দেখা গিয়েছে।