চার ঘণ্টার চেষ্টায় খুলল সিন্দুক, ভিতরে বিদ্যাসাগরের অমূল্য রতন, দেখুন ভিডিও

  • কলকাতার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে মিলল জোড়া সিন্দুক
  • সিন্দুকের ভিতরে ঐতিহাসিক নথি
  • চার ঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুক
/ Updated: Nov 29 2019, 10:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


গুদাম ঘর থেকে পাওয়া গেল দুশো বছরের পুরনো নথি। আর তার মধ্যেই পাওয়া গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি করা বিধবাদের তহবিলের নথি। শুধু তাই নয়, সিন্দুকেই মিলল একশো বছরের পুরনো মেডেলেও। আর এসবই পাওয়া গেল কলকাতা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গুদাম ঘর থেকে উদ্ধার হওয়া দু'টি সিন্দুকের মধ্যে থেকে। সিন্দুকগুলি থেকে উদ্ধার হওয়া সব জিনিসই সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ দিন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গুদাম ঘর থেকেই উদ্ধার হয় ওই দু'টি সিন্দুক। একটি সিন্দুক সহজে খোলা গেলেও দ্বিতীয় সিন্দুকটি খুলতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। শেষ পর্যন্ত সিন্দুকের ভিতর থেকে মেলে দু'টি মেডেল, বেশ কিছু নথি। দু'টি মেডেলের একটি ১৯১৯ সালের এবং দ্বিতীয়টি ১৯৫৬ সালের। এর পাশাপাশি বেশ কয়েকটি খামও পাওয়া যায় সিন্দুকের মধ্যে। সেগুলির সবই আঠা দিয়ে আটকানো। খামগুলির মধ্যে কী নথি রয়েছে, তা খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি উদ্ধার হওয়া একটি নথি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চালু করা মুক্তকেশীদেবী বিধবা তহবিলের একটি নথি পাওয়া যায়। সেখানে কারা কারা এই তহবিল থেকে সাহায্য পেতেন, সেই নামের তালিকাও পাওয়া গিয়েছে। নথির তথ্য অনুযায়ী, বিধবাদের সেই সময় আট টাকা করে অনুদান দেওয়া হতো। পাশাপাশি সংস্কৃত কলেজ গড়ে তুলতে সেই সময় কারা অনুদান দিয়েছিলেন, সেই নথিও মিলেছে। পাওয়া গিয়েছে বেশ কিছু অভিযোগপত্র, বৃত্তি সংক্রান্ত কাগজপত্রও।