বসন্ত উৎসবে রঙিন কলকাতা, উত্তর থেকে দক্ষিণ আবির খেলায় মাতলেন শহরবাসী

আবির আর ফাগে রঙিন হল কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান- বরণ করে নেওয়া হয় বসন্তকে। আট থেকে আশি সকলেই সামিল হন দোল উৎসবে। শুক্রবাপ সকাল থেকেই বসন্ত উৎসবে মেনে ওঠেন শহরবাসী।

/ Updated: Mar 18 2022, 02:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আবির আর ফাগে রঙিন হল কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান- বরণ করে নেওয়া হয় বসন্তকে। আট থেকে আশি সকলেই সামিল হন দোল উৎসবে। শুক্রবাপ সকাল থেকেই বসন্ত উৎসবে মেনে ওঠেন শহরবাসী। করোনা মাহামারির প্রায় শেষ লগ্নে পৌঁছে গত দুই বছর পর এবারই হোলির উৎসবে সামিলন হয়েছেন অনেকে। উত্তরে নিউটাউনের কবিতীর্থের মতই দক্ষিণে গল্ফগ্রিন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। নিউটাউনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। চেতলা পল্লিতেও বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা গোটা চেতলা এলাকা পরিদর্শন করে। সেখানে বড়দের সঙ্গে ক্ষুদেরাও অংশগ্রহণ করেছিল। যা দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। এছাড়াও শহরের নানা প্রান্তে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সারা দিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়।  গোটা শহর জুড়েই এদিন ধরা পড়ে উৎসবের আমেজ।