নিউটাউন উপাসনা বিসার্জন ঘাটে চলছে প্রতিমা বিসর্জন, এক নজরে দেখে নিন সেই ভিডিও
- ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা বিসর্জন
- নিউটাউন উপাসনা বিসার্জন ঘাটেও চলছে ভাসান
- করোনা বিধি মেনে কড়া নজরদাড়িতে চলছে ভাসান
- এক নজরে দেখে নিন প্রতিমা নিরঞ্জনের ভিডিও
প্রতি বছর সারা বাংলার মানুষ পুজোর এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। সেই পুজোই শেষ হয় দশমীতে। সিঁদুর খেলা আর বরণের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় মা দুর্গা। আর তার পরেই শুরু হয় দশমীর ভাসান। এবছরও অন্যান্য বছরের মত শুরু হয়ে গিয়েছে আসছে বছর আবার হবে রবের সঙ্গে দেবীর ভাসান। তবে এবার সবার মায়ের কাছে একটাই প্রর্থনা, করোনা যেন চির বিদায় নেয়। আগামি বছর যেন করোনা ভুলে আবার সবাই মাততে পারে পুজোয়। এবছর তবে করোনা বিধি মেনেই নিউটাউন উপাসনা বিসার্জন ঘাটে শুরু হয়ে গিয়েছে প্রতিমা বিসর্জন। সেখানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানালেন সেখানে কড়া নজরদাড়িতে চলছে ভাসান। মূলত নিউটাউন ও পার্শ্ববর্তী এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয়। বাড়ি থেকে শুরু করে ক্লাব, সব ঠাকুরই ভাসান হবে সেখানে। সেখানকার দায়িত্বে রয়েছেন এনকেডিএ কর্মিরা। ভাসানের সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। প্রতিমার সাথে প্রায় পাঁচ জনকে ঘাট অব্দি যেতে দেওয়া হচ্ছে, এছাড়াও সেখানে নজরদাড়িতে রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।