Asianet News BanglaAsianet News Bangla

আগুনের গ্রাসে নিউ কয়লাঘাট বিল্ডিং, আগুন নিভলেও ভোর রাতেও দেখা গেল ধোঁয়া

  • সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা
  • আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে
  • সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখানে আগুন লেগে যায়
  • দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে
  • আগুন নিভলেও ভোর রাতে সেখানে গেখা গেল ধোঁয়া  
Mar 9, 2021, 1:09 PM IST

সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা। আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন। তারই ১৩ তলায় আগুন লেগে যায়। সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখানে আগুন লেগে যায়। এই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুজিত বসু ও ফিরহাদ হাকিম। দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে, পরে আগুন নিভে যায়। আগুন নিভলেও ভোর রাতে সেখানে গেখা গেল ধোঁয়া।