'লোককে বোকা বানিয়ে ভোট পাওয়ার চেষ্টা', রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও জমির দলিল আবার কোথাও এল আইসির সার্টিফিকেট ছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড না মেলার অভিযোগ আসছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যার জমির দলিল নেই যার এলআইসি নেই সে পড়তে পারবে না।' এই কথা বলে কার্যত রাজ্য সরকারকেই বিঁধলেন দিলীপ। এছাড়াও স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মী ভান্ডার নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেব তাঁকে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও জমির দলিল আবার কোথাও এল আইসির সার্টিফিকেট ছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড না মেলার অভিযোগ আসছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যার জমির দলিল নেই যার এলআইসি নেই সে পড়তে পারবে না।' এই কথা বলে কার্যত রাজ্য সরকারকেই বিঁধলেন দিলীপ। এছাড়াও স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মী ভান্ডার নিয়েই একাধিক মন্তব্য করতে শোনা গেব তাঁকে।