ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ট্যাংরার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। শনিবার সকালে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা নজরে আসে স্থানীয়দের, খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।

/ Updated: Mar 05 2022, 01:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্যাংরার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। শনিবার সকালে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা নজরে আসে স্থানীয়দের, খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, শনিবার সকালে ট্যাংরার এক প্লাস্টিক কারখানা থেকে প্রথমে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ৪টি  ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন ওই প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, কীভাবে ওই কারখানাতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানায় যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।