আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ছট পুজো, রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মরা মাছ

অঘটনটা ঘটেই গেল। সোমবার সকালে রবীন্দ্র সরোবর লেকে ভেসে উঠল মরা মাছের সারি। জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরকে বাঁচাতে রায় দিয়েছিল ছট পুজো না করার। সেই মত সরোবরের গেটে তালাও দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকালে সেই তালা ভেঙে সরবরো ঢুকে পুজো শুরু করে দেন পুণ্যার্থীরা। পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে জলে ফেলা হয় ফুল, প্লাস্টিকের বোতল, ঘি, দুধ।এতে জলজ প্রাণী ও পরিবেশেরল ক্ষতির আশঙ্কা করছিলেন পরিবেশবিদরা। সেই আশঙ্কা সত্যি করেই সোমবার সকালে সরোবরে ভেসে উঠল মরা মাছের সারি।

Share this Video

অঘটনটা ঘটেই গেল। সোমবার সকালে রবীন্দ্র সরোবর লেকে ভেসে উঠল মরা মাছের সারি। জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরকে বাঁচাতে রায় দিয়েছিল ছট পুজো না করার। সেই মত সরোবরের গেটে তালাও দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকালে সেই তালা ভেঙে সরবরো ঢুকে পুজো শুরু করে দেন পুণ্যার্থীরা। পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে জলে ফেলা হয় ফুল, প্লাস্টিকের বোতল, ঘি, দুধ।এতে জলজ প্রাণী ও পরিবেশেরল ক্ষতির আশঙ্কা করছিলেন পরিবেশবিদরা। সেই আশঙ্কা সত্যি করেই সোমবার সকালে সরোবরে ভেসে উঠল মরা মাছের সারি।

Related Video