জাঁকিয়ে শীত শহরে, জমে উঠেছে বিধাননগর মেলা
শীতকাল মানে আনন্দ, উৎসব, বিনোদন আর হৈ-হুল্লোড়। তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। চারদিকে উৎসবের মেজাজ। আর তার মাঝেই জমে উঠেছে বিধাননগর মেলা। আট থেকে আশি সকলেরই ডেস্টিনেশন এই মেলা। মেলায় প্রতিদিন রয়েছে সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন। রবিবার সেখানেই গান গাইতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
শীতকাল মানে আনন্দ, উৎসব, বিনোদন আর হৈ-হুল্লোড়। তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। চারদিকে উৎসবের মেজাজ। আর তার মাঝেই জমে উঠেছে বিধাননগর মেলা। আট থেকে আশি সকলেরই ডেস্টিনেশন এই মেলা। মেলায় প্রতিদিন রয়েছে সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন। রবিবার সেখানেই গান গাইতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। নব্বইয়ের দস থেকে এই মেলা হয়ে আসছে সেন্ট্রালপার্ক প্রাঙ্গনে। সল্টলেকের আইডেন্টির সঙ্গে জড়িয়ে গেছে বিধাননগর মেলা। মেলায় পোশাক-আশাক থেক ঘর সাজানোর জিনিস সবকিছুই হাজির। রয়েছএ খাওয়া-দাওয়ার দেদার ব্যবস্থাও। নানা দেশ থেকে আসেন ব্যবসায়ীরা। এবারে মেলায় কেনাকাটা ভাল হওয়ায় খুশি ব্যবসায়ীর দলও। বিধাননগর মেলা আয়োজন করে সবাইকে আনন্দ দিতে পারায় খুশি মেয়র কৃষ্ণা চক্রবর্তীও।