কল্পতরু উৎসবে রাজ্যপাল, দেখুন ভিডিও
- কল্পতরু উৎসবে যোগ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
- সস্ত্রীক কাশীপুর উদ্যানবাটিতে গেলেন তিনি
- উদ্যানবাটি ও মঠ ঘুরে দেখলেন, সময় কাটলেন মহারাজদের সঙ্গেও
- নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল
কাকভোর থেকে ভিড় করেছিলেন বহু মানুষ। ইংরেজি বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে হাজির হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশীপুর উদ্যানবাটিতে যান। উদ্যানবাটি ও মঠ ঘুরে দেখেন, সময় কাটান মহারাজদের সঙ্গেও। দর্শনার্থীদের তো বটেই, রাজ্যের সমস্ত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। ১৮৮৬ সালে পয়লা জানুয়ারি উত্তর কলকাতা কাশীপুরের এই উদ্যানবাটিতেই নিজেকে 'ঈশ্বরের অবতার' বলে ঘোষণা করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সমাধিস্থ অবস্থায় তাঁর স্পর্শে আধ্যাত্বিক অনুভূতি হয়ছিল ভক্তদের। সেই ঘটনার স্মরণে প্রতিবছর পয়লা জানুয়ারি পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।