স্পিকারের অনুপস্থিতিতে ফের বিধানসভায় রাজ্যপাল, গেট খোলা পেয়ে জানালেন প্রতিক্রিয়া

রাজ্যে আসার কয়েকদিনের মধ্যেই  প্রশাসনের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি। তা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে রাজ্যপালের। আর এই সংঘাতের আবহেই ফের একবার বিধানসভায় পা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  মঙ্গলবার সকাল সোয়া দশটা নাগাদ রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করেন। এদিন অবশ্য তাঁর জন্য বিধানসভায় নির্দিষ্ট গোট খোলাই ছিল। স্পিকারের আমন্ত্রণেই তিনি এসেছেন বলে জানান রাজ্যপাল। যদিও উত্তরাখণ্ডে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কারণে এদিন বিধানসভায় অনুপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

/ Updated: Dec 17 2019, 12:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে আসার কয়েকদিনের মধ্যেই  প্রশাসনের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি। তা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে রাজ্যপালের। আর এই সংঘাতের আবহেই ফের একবার বিধানসভায় পা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  মঙ্গলবার সকাল সোয়া দশটা নাগাদ রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করেন। এদিন অবশ্য তাঁর জন্য বিধানসভায় নির্দিষ্ট গোট খোলাই ছিল। স্পিকারের আমন্ত্রণেই তিনি এসেছেন বলে জানান রাজ্যপাল। যদিও উত্তরাখণ্ডে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কারণে এদিন বিধানসভায় অনুপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যপাল ফের বিধানসভায় যাচ্ছেন। সোমবার সন্ধ্যায় একথা রাজভবন থেকে জানানো হয়েছিল।। এরআগে চলতি মাসের শুরুতেই বিধানসভায় গিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যপাল ধনখড়। বিধানসভায় ঢোকার জন্য তাঁর জন্য নির্ধারিত গেট বন্ধ ছিল। উপস্থিত ছিলেন না স্পিকারও। সেদিন বন্ধ গেটের সামনে দাঁড়িয়েই রাজ্য। সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল।