দিওয়ালির আগেই আশঙ্কার কালো মেঘ, ২৪-২৫ রাজ্য জুড়ে বৃষ্টি

খাতায় কলমে দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু রাজ্যে তার প্রভাব রয়ে গিয়েছে এখনও। সুযোগ পেলেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪-২৫ ফের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

/ Updated: Oct 22 2019, 05:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

খাতায় কলমে দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু রাজ্যে তার প্রভাব রয়ে গিয়েছে এখনও। সুযোগ পেলেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪-২৫ ফের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার কপালে দুর্ভোগের সম্ভাবনা কম হলেও মাাঝারি থেকে ভারী বৃষ্টি ভোগাতে পারে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলকে। এমনই আশঙ্কাপ্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকার্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দক্ষিণ পশ্চিমে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে শুরু করেছে।  যার জেরে আগামীকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তা কখনোই ভয়ঙ্কর আকার ধারণ করবে না।