গৃহবধূর রহস্য মৃত্যু, স্বামীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ

সল্টলেকে এক গৃহবধূর রহস্য মৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ | 

/ Updated: Aug 08 2022, 08:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সল্টলেকের বাসিন্দা পায়েল রায়ের সাথে বিয়ে হয় দক্ষিণদারীর বাসিন্দা সুমন রায়ের | তাঁদের একটি তিন বছরের সন্তান রয়েছে | অভিযোগ মাস ছয় ধরে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় | সন্ধ্যের পরে পায়েল এর পরিবারের কাছে ফোন যায় যে সে গলায় দড়ি দিয়েছে | খবর শুনে পরিবার হাসপাতালে পৌঁছয়্ আর শোনে সে মারা গেছে | এর পর পরিবার লেকটাউন থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ | পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে | সে গলায় দড়ি দিয়েছে দাবী সুমন রায়ের