২০ কেজির কচ্ছপ জালে, দেখতে এসে ভিড়ে ছয়লাপ

  •  ২০ কেজির কচ্ছপ জালে,ভিড় এলাকায়
  • গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ
  • কচ্ছপটির আনুমানিক ওজন কুঁড়ি কেজি
  • বিশালাকার কচ্ছপ দেখতে ভিড় জমান বহু মানুষ
/ Updated: Aug 11 2020, 07:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ। কচ্ছপটির আনুমানিক ওজন কুঁড়ি কেজির মতন। প্রতিদিনের মত আজও সত্যজিৎ সিং নামে স্থানীয় একজন মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে এই কচ্ছপটি। বিশালাকার কচ্ছপটি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। খবর দেয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা তাদের নিজেদের হেফাজতে কচ্ছপ টিকে রাখলেও আজ বিকাল বেলায় বনদপ্তর মহেশতলা থানা থেকে কচ্ছপ টি সংগ্রহ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।