Asianet News BanglaAsianet News Bangla

বেহালায় ফাঁকা জমিতে মানুষের হাড়- খুলি, এলাকায় চাঞ্চল্য, দেখুন ভিডিও

Nov 4, 2019, 12:38 PM IST

ফাঁকা জমির মধ্যে থেকে মানুষের হাড় এবং খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালার সত্যেন পার্ক এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাস চারেক আগে ওই জমিতে ভিত পুজো হয়। ওই জমিতে প্রমোটিং হওয়ার কথা ছিল।  এর পর খালি অবস্থাতেই পড়েছিল জমিটি। এ দিন সকালে জমিটি পরিষ্কার করার জন্য চারজন শ্রমিক কাজ শুরু করেন। তখনই একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে হাড় এবং খুলি উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে জমির মালিক এবং এলাকার বাসিন্দাদের বিষয়টি জানান ওই শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। 

প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, উদ্ধার হওয়া হাড় এবং কঙ্কাল মানুষেরই। সেগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ওই হাড় এবং খুলি বাইরে থেকে ফেলেও যাওয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সত্যেন পার্ক এলাকায়। 

Video Top Stories