বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ, কাঁটা তার পেড়িয়ে ভারতে আসছে ১৫০০ মেট্রিক টন ইলিশ
- কাঁটা তার পেড়িয়ে ভারতে আসছে বাংলাদেশের ইলিশ
- বৃহস্পতিবার রাতেই অনুমতি পত্র পেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি
- মোট ১৫০০ মেট্রিক টন ইলিশ আসতে চলেছে বাংলায়
- এতে ইলিশের দাম কিছুটা কমবে বলে অনুমান করা হচ্ছে
এবার কাঁটা তার পেড়িয়ে ভারতে আসছে বাংলাদেশের ইলিশ। পদ্মার ইলিশের স্বাদ কম বেশি সব বাঙালিরই প্রিয়। এবার সেই পদ্মার ইলিশই আসতে চলেছে ভারতে। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি-সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে এসেছে। নির্দেশিকা অনুযায়ী, পুজোর উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১৫০০ মেট্রিক টন ইলিশ আসবে বাংলায়। গত বছর মোট ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। তবে এবার সেটাই বেড়ে মোট ন’টি সংস্থাকে কম করে ১৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব তথা হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের কর্তা সৈয়দ আনোয়ার মাকসুদ জানান মঙ্গলবার কুড়ি মেট্রিকটন মাছ এসেছে হাওড়া বাজারে। এক মাসের মধ্যে দফায় দফায় বাকি মাছ বাংলাদেশের থেকে আসবে এ রাজ্যে। এখন ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছ বাজারে বিক্রি হয় ৬০০ থেকে ১২০০ টাকা মূল্যে। তবে বাংলাদেশ থেকে মাছ আমদানি হলে মাছের দাম অনেকটাই কমে যাবে বাজারে এমনটাই মনে করছেন মাছ ব্যবসায়ীরা।