আবার কবে বৃষ্টি! সমুদ্রে বড় ঢেউয়ের জন্য মৎসজীবীদের সতর্ক করল হাওয়া অফিস
- বর্ষা এলেও বৃষ্টির এখনও সেভাবে দেখা নেই শহরে
- এরই মাঝে নতুন খবর দিল হাওয়া অফিস
- সমু্দ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি হল
বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির সঙ্গে এখনও সে ভাবে মোলাকাত হল না কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের। বৃষ্টি পডে় জল জমে যাওয়া কেমন, তা-ও প্রায় ভুলতে বসেছে মানুষ। কিন্তু তাও আশা ছাড়ছেন না কেউই। এরই মধ্য়ে কলকাতার হাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশের পূর্ব ও বিহারের সংলগ্ন এলাকাতে একটি নিম্নচাপ আছে ও পশ্চিমবঙ্গের উপরে আছে আর একটি নিম্নচাপ অক্ষরেখা।
৮ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গে উপরের ও নীচের জেলা অর্থাৎ মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে হালকা বৃষ্টি হবে। একটু বেশি বৃষ্টি হবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। কলকাতাতে হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমু্দের যেতে না করা হয়েছে। কারণ এই সময়ে সমুদ্রে ঢেউ বেশি থাকবে।