গরমে হাঁসফাঁস জারি! আরও খারাপ খবর দিল হাওয়া অফিস
জুলাই মাস প্রায় শেষের পথে। কিন্তু এখনও বর্ষার বৃষ্টি উপভোগ করতে পারল না দক্ষিণবঙ্গের বাঙালিরা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুলাই পর্যন্ত কলকাতা-সসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সঙ্গে আর্দ্রতাজনিত আর্দ্রতাও বজায় থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হলেও অস্বস্তি কমবে না বলেই জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা।
জুলাই মাস প্রায় শেষের পথে। কিন্তু এখনও বর্ষার বৃষ্টি উপভোগ করতে পারল না দক্ষিণবঙ্গের বাঙালিরা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুলাই পর্যন্ত কলকাতা-সসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সঙ্গে আর্দ্রতাজনিত আর্দ্রতাও বজায় থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হলেও অস্বস্তি কমবে না বলেই জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা।
আগামী ২৬ ও ২৭ জুলাই বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ -৫৪ শতাংশ। কলকাতায় এর পরিমাণ -৬৫ শতাংশ। অন্যদিকে উত্তরবঙ্গের ৫টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংপং, দার্জিলিং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।