করোনা আবহের মাঝেই ঢাকে পড়ল কাঠি, খুঁটি পুজোর আনন্দে মাতল মহম্মদ আলি পার্ক

৫৩ বছরে পা দিচ্ছে এবার মহম্মদ আলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব। পার্কের নির্ধারিত স্থানে গত দু'বছর যাবৎ বন্ধ ছিল পুজো। মাঠের নীচের পানীয় জলের রিজার্ভার এর সমস্যার কারণে সেখানে দুবছর পুজো হয়নি। তবে এবছরও আবারও পুরনো জায়গায়ই পুজো হবে। উদ্যোক্তাদের সূত্রে খবর, এবার তবে করোনা বিধি মেনে প্যান্ডেলের ভিতরে কোন দর্শককে ঢুকতে দেয়া হবে না।

/ Updated: Aug 11 2021, 04:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৫৩ বছরে পা দিচ্ছে এবার মহম্মদ আলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব। পার্কের নির্ধারিত স্থানে গত দু'বছর যাবৎ বন্ধ ছিল পুজো। মাঠের নীচের পানীয় জলের রিজার্ভার এর সমস্যার কারণে সেখানে দুবছর পুজো হয়নি। তবে এবছরও আবারও পুরনো জায়গায়ই পুজো হবে। উদ্যোক্তাদের সূত্রে খবর, এবার তবে করোনা বিধি মেনে প্যান্ডেলের ভিতরে কোন দর্শককে ঢুকতে দেয়া হবে না।