KMC Election Counting 2021: তৃণমূলের জয়ের আনন্দে কী বললেন মমতা, দেখে নিন

ভোট গণনার শুরু থেকেই বিপুল ভোটে এগিয়েছিল তৃণমূল। বেলা গড়াতেই সেই সংখ্যা আরও বাড়তে থাকে। এরপরেই কলকাতার আকাশে উড়তে শুরু করে সবুজ আবির। ৯০ শতাংশের বেশি আসনে জয়ী তৃণমূল।

/ Updated: Dec 21 2021, 02:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোট গণনার শুরু থেকেই বিপুল ভোটে এগিয়েছিল তৃণমূল। বেলা গড়াতেই সেই সংখ্যা আরও বাড়তে থাকে। এরপরেই কলকাতার আকাশে উড়তে শুরু করে সবুজ আবির। ৯০ শতাংশের বেশি আসনে জয়ী তৃণমূল। তৃণমূলের জয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। 'কলকাতা এবং বাংলা সারা দেশকে পথ দেখাবে', সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মমতা। সেই সঙ্গেই তিনি এও জানান, কলকাতা মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত। মা মাটি মানুষের এই সরকার রাজ্যের উন্নতি করবে বলেও তিনি জানান।  প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় সাজো সাজো রব। কলকাতার মোট ১১ টি ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। করোনা বিধি মেনেই সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। গণনার শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল। এই জয়ের আনন্দেই মেতেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।