KMC Election Results: অবশেষে পুরভোটে খাতা খুলল কংগ্রেস, জয়ী ওয়াসিম আনসারি

অবশেষে কলকাতা পুরভোটে খাতা খুলল কংগ্রেস। কলকাতার দুই ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি। তিনি ছাড়াও ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী সন্তোষ পাঠক। গতবারও অবশ্য সেখানে সন্তোষ পাঠক জয়ী হয়েছিলেন।

/ Updated: Dec 21 2021, 04:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবশেষে কলকাতা পুরভোটে খাতা খুলল কংগ্রেস। কলকাতার দুই ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি। তিনি ছাড়াও ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী সন্তোষ পাঠক। গতবারও অবশ্য সেখানে সন্তোষ পাঠক জয়ী হয়েছিলেন। দুই প্রার্থীর জয়ে এখন আশার আলো দেখছে কংগ্রেস। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় সাজো সাজো রব। কলকাতার মোট ১১ টি কেন্দ্রে রয়েছে ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। করোনা বিধি মেনেই সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। গণনার শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল। এই জয়ের আনন্দেই মেতেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। ৯০ শতাংশের বেশি আসন তৃণমূলের। ইতিমধ্যেই ৯০ শতাংশের বেশি আসনে জয়ী তৃণমূল। ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অমিত সিং। ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি বাগ। ৮ নম্বর ওয়ার্ডে জয়ী শশী পাঁজাক কন্যা পূজা পাঁজা। ১২৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ পোল্লে। বিপুল ভোটে জয়ী দেবাশিষ কুমার এবং ফিরহাদ হাকিমও। তবে ১৩৭ নম্বর ওয়ার্ডে প্রথম থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।