Asianet News BanglaAsianet News Bangla

গঙ্গার দূষণ রোধে গঙ্গার ঘাট পরিষ্কারে তৎপর কলকাতা কর্পোরেশন

Oct 16, 2021, 6:03 PM IST

শুক্রবার ছিল বিজয়া দশমী (Vijaya Dashami)। দশমীর ভাসানের পরের দিনই তৎপর কলকাতা কর্পোরেশন। সকাল থেকেই কলকাতায় চলছে গঙ্গার ঘাট পরিষ্কার। সকাল থেকেই কদমতলা ঘাট পরিষ্কার করতে দেখা গেল কলকাতা কর্পোরেশনের কর্মীদের। ফুল সহ জিনিসপত্র সরিয়ে ফেলতে দেখা গেল সেখানে দ্রুততার সঙ্গে। গঙ্গা দূষণ রোধেই কলকাতা কর্পোরেশনের বিশেষ উদ্যোগ।
 

Video Top Stories