এবার পুজোয় ঘরে বসেই প্রতিমা দর্শন, এক নজরে দেখে নিন কলকাতার কিছু পুজো মন্ডপ

  • পুজো মানেই প্যান্ডেল হপিং
  • এবার তাতেই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা
  • তবে কলকাতার পুজোর জাঁকজমক কমেনি কোনও অংশে 
  • এক নজরে কলকাতার ৫টি পুজো মন্ডপ
/ Updated: Oct 25 2020, 11:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুজো মানেই খাওয়া-দাওয়া আর ঠাকুর দেখা। তবে এবার কোরোনা কেড়ে নিয়েছে প্রায় সব আনন্দই। পুজোর আগেই হাইকোর্ট থেকে নির্দেশ আসে এবার দর্শক শূণ্য রাখতে হবে মন্ডপ। সেই মতই এবার পুজোয় সাধারণ মানুষ মন্ডপের বায়রে থেকেই ঠাকুর দেখর চেষ্টা করেছেন। এমনকি অনেকে পুজোতে রাস্তায় ঘুরেই নিজের সাধ মিটিয়েছেন। এবার দর্শক শূণ্য মন্ডপ থাকলেও এবার মন্ডপের জাকজমক কোনও অংশে কম হয়নি। অন্যান্য বছরের মত এবছরও কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অসাধারণ সব মন্ডপ দেখা গিয়েছে। তবে এবার যাতে দর্শনার্থীদের মন্ডপে গিয়ে ঠাকুর দেখাতে না হয় তার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রুখতেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।