Gangasagar Mela:শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট। কোভিড বিধি মেনেই এবার হবে গঙ্গাসাগর মেলা। কোভিড বিধি মানা হচ্ছে কী না তা খতিয়ে দেখা হবে। গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। 
 

/ Updated: Jan 07 2022, 06:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবশেষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট। কোভিড বিধি মেনেই এবার হবে গঙ্গাসাগর মেলা। কোভিড বিধি মানা হচ্ছে কী না তা খতিয়ে দেখা হবে। গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। ৩ সদস্যের এই কমিটিতে থাকবেন মুখ্যসচিব। এছাড়াও কলকাতা হাইকোর্ট জানিয়েছে করোনা বিধি যা যা জারি রয়েছে, সেই সব মেনে মেলার আয়োজন করতে হবে। সেই সঙ্গে এক সঙ্গে ৫০ জনের বেশি মেলায় থাকতে পারবেন না। গোটা বিষয় দেখবেন মুখ্যসচিব। আইনজীবী সৃজিত চক্রবর্তী এদিন জানান, এছাড়া মানুষকে সতর্ক করা হবে। মেলায় সমস্ত বিধি নিষেধ মানা হচ্ছে কী না তাও খতিয়ে দেখা হবে। অন্যদিকে গঙ্গাসাগর মেলা শুরুর আগে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করছে বাবুঘাট সহ কলকাতার একাধিক জায়গায়। গঙ্গাসাগরে যাওয়ার জন্য সন্ন্যাসীদের ভিড় জমতে শুরু করেছে, যাদের অধিকাংশর মুখেই মাস্ক দেখা যায়নি।