স্ত্রীর জন্মদিনে ভিক্টোরিয়ায়, বাজ পড়ে মৃত দমদমের যুবক,দেখুন ভিডিও
- কলকাতায় বাজ পড়ে দুর্ঘটনা
- ভিক্টোরিয়া মেমোরিয়ালে মৃত ১, আহত ১৭
- পুরুলিয়াতেও বাজ পড়ে মৃত ৩
- বিমান ওঠানামায় সমস্যা কলকাতা বিমানবন্দরে
ভিক্টোরিয়ার সামনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাজ পড়ে শুক্রবার বিকেলে আহত হলেন ১৮ জন পর্যটক। তাঁদের মধ্যে মৃত্য হয় দমদমের বাসিন্দা সুবীর পাল নামে ৩২ বছর বয়সি এক যুবকের। আহত হন তাঁর স্ত্রী এবং শিশুকন্যাও। এছাড়াও আহতদের মধ্যে বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন পর্যটকও ছিলেন। কর্তব্যরত সিআইএসএফ জওয়ান এবং পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন।
স্ত্রী সঙ্গীতা পালের জন্মদিন সেলিব্রেট করতেই আড়াই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে শুক্রবার ভিক্টোরিয়ায় গিয়েছিলেন সুবীর। ভিক্টোরিয়া ঘুরে দেখে বেরিয়ে আসার সময় প্রচণ্ড বৃষ্টিতে একটি গাছের নীচে আশ্রয় নেন তাঁরা। তখনই বাজ পড়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তড়িদাহত হয়ে মৃত্যু হয় যুবকের। আযদিও তাঁর স্ত্রী এবং শিশুকন্যার আঘাত গুরুতর নয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় কার্যত বাকরুদ্ধ মৃত সুবীর পালের স্ত্রী সঙ্গীতা। হাসপাতালেই বার বার জ্ঞান হারান তিনি। দমদমের বাড়িতেও নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু।