কলকাতার বুকে ৬ টাকায় থালি, সৌজন্যে লায়ন্স ক্লাব
সুইগি, জোমাটোর ভিড়ে খাস কলকাতায় মিলবে ৬ টাকায় দুপুরের খাবার। কলকাতা কর্পোরেশনের পাশে মিলবে এই চলমান খাবাবের ভ্য়ান। আপাতত পুরসভার সামনে শুরু হলেও পরে পিজি হাসপাতালের পাশে বিক্রি হবে এই খাবার। প্রতিদিন মাত্র ছয় টাকার বিনিময় কয়েকশো মানুষের পেট ভরাবে লায়ন্স ক্লাব।
সুইগি, জোমাটোর ভিড়ে খাস কলকাতায় মিলবে ৬ টাকায় দুপুরের খাবার। কলকাতা কর্পোরেশনের পাশে মিলবে এই চলমান খাবাবের ভ্য়ান। আপাতত পুরসভার সামনে শুরু হলেও পরে পিজি হাসপাতালের পাশে বিক্রি হবে এই খাবার। প্রতিদিন মাত্র ছয় টাকার বিনিময় কয়েকশো মানুষের পেট ভরাবে লায়ন্স ক্লাব। এই ফুড ভ্যানের পরিচালনায় লায়ন্স ক্লাব থাকলেও যার মনিটরিং করবে কলকাতা পুরসভা। এদিকে ফুড ভ্যান এর উদ্বোধন করে নিজেই খাবার চেখে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। পরে কলকাতার মহানাগরিক বলেন, কলকাতা আমার কাছে পরিবার। তাই পরিবারের কারও কাছে এই খাবার দেওয়ার আগে নিজেই তা চেখে দেখলাম। আগামী দিনেও এই খাবারের গুণগত মানের দিকে নজর দেবে কলকাতা পুরসভা।