মমতার হয়ে নিজে বাইক চালিয়ে প্রচারে 'কালারফুল' মদন
ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের (By-election) আগে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। জোর কদমে চলছে এখন শেষ মুহূর্তের প্রচার। মমতা-র (Mamata Banerjee) হয়ে কখনও প্রচারে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। কখনও প্রচারে বেরিয়ে পড়ছেন 'কালারফুল' মদন মিত্র (Madan Mitra)। এবার বাইক নিয়ে প্রচার করতে দেখা গেল মদন মিত্র-কে। শুক্রবার নিজে বাইক চালিয়ে প্রচার চালালেন তিনি।
ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের (By-election) আগে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। জোর কদমে চলছে এখন শেষ মুহূর্তের প্রচার। মমতা-র (Mamata Banerjee) হয়ে কখনও প্রচারে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। কখনও প্রচারে বেরিয়ে পড়ছেন 'কালারফুল' মদন মিত্র (Madan Mitra)। এবার বাইক নিয়ে প্রচার করতে দেখা গেল মদন মিত্র-কে। শুক্রবার নিজে বাইক চালিয়ে প্রচার চালালেন তিনি।