হাসপাতালে চিকিৎসারত মদন মিত্র, তাঁকে দেখতে গেলেন মদন পুত্র-সোহম এবং দেবাশিস

  • সোমবার সিবিআই -এর হাতে গ্রেফতার হয় ৪ হেভিওয়েট রাজনীতিবিদ
  • গ্রেফতার হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র 
  • আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর
  • তাঁকে দেখতেই হাসপাতালে যান তাঁর পুত্র, সোহম এবং দেবাশিস কুমার

Share this Video

সোমবার সিবিআই -এর হাতে গ্রেফতার হয় ৪ হেভিওয়েট রাজনীতিবিদ। এছাড়াও গ্রেফতার হন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়। গ্রেফতার হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাঁকে দেখতেই হাসপাতালে যান তাঁর পুত্র, সোহম এবং দেবাশিস কুমার। তাঁরা সকলেই জানান এখন তিনি অনেকটাই ভালো আছেন তবে এখন তাঁর চিকিৎসা চলছে।

Related Video