'দেউচা পাচামি' প্রকল্পের জন্য মানুষের সাহায্য় চাইলেন মমতা, রাজ্য সরকারকে জমি দেওয়ার আবেদন জানালেন
দেউচা পাচামি প্রকল্পের জন্য মানুষের সাহায্য় চাইলেন মমতা। রাজ্য সরকারকে জমি দেওয়ার আবেদন জানালেন মমতা। 'গরিবের ভাত মেরে আমরা কিছু করব না'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'যারা দেবেন তারা ন্যায্য দাম পাবেন'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'সরকার এই প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করছে'। রাজ্যের ছাত্র যুবরা এর জন্য চাকরি পাবেন বলেও জানান তিনি।
দেউচা পাচামি প্রকল্পের জন্য মানুষের সাহায্য় চাইলেন মমতা। রাজ্য সরকারকে জমি দেওয়ার আবেদন জানালেন মমতা। 'গরিবের ভাত মেরে আমরা কিছু করব না'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'যারা দেবেন তারা ন্যায্য দাম পাবেন'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'সরকার এই প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করছে'। রাজ্যের ছাত্র যুবরা এর জন্য চাকরি পাবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন এও বলেন দেউচা পাচামি নিয়ে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝান হচ্ছে। যার ইচ্ছা আছে সে জমি দিতে পারে। সরকার জোর করে জমি কখনই নেবেনা। তিনি নিজেও জমি দিয়েছেন বলে জানান মমতা। এই প্রকল্পের জন্য মানুষ কতটা উপকৃত হতে পারেন সেই কথা তুলে ধরে মমতা বলেন আগামী ১০০ বছর বিদ্যুতের কোনও অভাব হবে না। এই প্রকল্পের জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার, সেকথাও জানান মমতা। আর এর জন্যই মানুষকে তাঁর পাশে থাকার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।