পুজো কমিটির উপরে আয়কর-এর নজরদারি, ক্ষিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ

  • পুজো কমিটিগুলির উপরে আয়করের নজরদারি 
  • এই নিয়ে গত এক বছর ধরেই নানা সময়ে বিতর্ক তৈরি হয়েছে 
  • মমতা বন্দ্যোপাধ্যা এই নিয়ে এর আগেও সরব হয়েছিলেন 
  • সোমবার ফের নতুন করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়
/ Updated: Jul 22 2019, 10:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুজো কমিটিগুলি-র উপরে আয়করের নজরদারি নিয়ে রীতিমতো সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, পুজো কমিটিগুলো-র কোনও নির্দিষ্ট আয় নেই। সকলের কাছে থেকে অর্থ সংগ্রহ হলে তবেই একটা পুজো ভালোভাবে করা সম্ভব হয়। ফলে, যেখানে নির্দিষ্টভাবে কোনও আয়ের উৎস নেই সেখানে আয়কর কেন। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি-কে অর্থ খরচে ছাড় দেওয়া হয়ে থাকে। তাহলে পুজো কমিটিগুলোকে কেন এই ছাড় দেওয়া হবে না। কারণ, পুজো তো সাধারণ মানুষের জন্য। আর এই পুজোর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি নির্ভর করে। সেখানে পুজো কমিটিগুলির উপরে আয়করের বোঝা চাপলে এই উৎসবকে ঘিরে অসংখ্য মানুষের রুটি-রুজি নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।