মমতার নয়া ব্যাখ্যা- 'হেডলেস প্রন, লেগলেস চিকেন'

  • কর্ণাটকে ইস্তফা দিলেন আরও দুই বিধায়ক
  • এখনও পর্যন্ত ১৬ বিধায়কের ইস্তফা
  • স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন বিদ্রোহী বিধায়করা
  • ঘোড় কেনাবেচা করছে বিজেপি, অভিযোগ মমতার

Share this Video

কর্ণাটকে আরও সংকটে কংগ্রেস- জেডিএস জোট সরকার। মুম্বইতে গিয়েও বিধায়কদের সঙ্গে দেখা না করেই ব্যর্থ হয়ে ফিরতে হল কংগ্রেস নেতা শিবকুমারকে। অন্যদিকে কর্ণাটক সংকট নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কর্ণাটকে ঘোড়া কেনাবেচা করছে বিজেপি। কংগ্রেসের চিন্তা বাড়িয়ে দিয়ে এ দিনও দুই কংগ্রেস বিধায়ক কর্ণাটকে পদত্যাগ করেছেন। এখনও পর্যন্ত সবমিলিয়ে তেরোজন কংগ্রেস বিধায়ক এবং তিনজন জেডিএস বিধায়ক পদত্যাগ করলেন। অন্যদিকে দিনভর মুম্বইতে গিয়ে অনেক চেষ্টা করেও বিদ্রোহী বিধায়কদের সঙ্গে দেখা করতে পারেননি কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।

Related Video