নুসরতকে সঙ্গে নিয়ে জগন্নাথ আরতি, মৌলবাদীদের জবাব দিলেন মমতাই, দেখুন ভিডিও

  • হিংসার আবহে সম্প্রীতির বার্তা দিতে রথের অনুষ্ঠানকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী
  • পাশে রাখলেন বসিরহাটের নতুন সাংসদ তথা নববধূ নুসরত জাহানকে
/ Updated: Jul 04 2019, 05:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিংসার আবহেই সম্প্রীতির বার্তা দিতে রথের অনুষ্ঠানকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। পাশে রাখলেন বসিরহাটের নতুন সাংসদ তথা নববধূ নুসরত জাহানকে। বলাই বাহুল্য, দিন কয়েক আগে ফতোয়া জারি হয়েছিল নুসরত জাহানের বিরুদ্ধে। ইস্কনের অনুষ্ঠানে তাঁকে মঞ্চে রেখে বরাভয়ের বার্তাই দিতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তোষণের অভিযোগ আর হানাহানির জোড়াফলার মধ্যে মুখ্যমন্ত্রীর মূল অস্ত্র বিভেদের বীজ উপড়ে ফেলে সাম্প্রদায়িক সম্প্রীতির জয়গান রচনা।