KMC election 2021: এনআরসি-এনপিআর জুজু দেখিয়ে ভোট দেওয়ার আবেদন জানালেন মমতা

এনআরসি-এনপিআর জুজু দেখিয়ে ভোট দেওয়ারও আবেদন জানান মমতা। এদিন তিনি সাধারণ মানুষকে পাশে থাকার বার্তাও দেন। সেই সঙ্গেই করোনা আবহে মাস্ক পরার বার্তাও দেন তিনি। অন্যদিকে সামনেই রয়েছে নতুন বছর এবং বড়দিন।

/ Updated: Dec 15 2021, 09:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবারই গোয়া (Goa) থেকে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় ফিরেই ফুলবাগানের জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগানের জনসভার মঞ্চে দাঁড়িয়ে একাধিক কথা বলতে শোনা যায় তাঁকে। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট তার আগেই বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এছাড়াও এনআরসি-এনপিআর জুজু দেখিয়ে ভোট দেওয়ারও আবেদন জানান মমতা। ফুলবাগানের জনসভার মঞ্চে দাঁড়িয়েই হুঙ্কারও দেন মমতা। মমতা এদিন বলেন,'পথ দেখাবে কলকাতা, ২০২৪-এ দেশজুড়ে খেলা হবে'। এদিন তিনি বলেন, বাংলা বিশ্বের সেরা, এই বাংলায় রয়েছে কলকাতা। কলকাতার দিকেই সকলে তাকিয়ে রয়েছে বলতেও শোনা যায় তাঁকে। কলকাতা এ১ সিটি। এদিন তিনি সাধারণ মানুষকে পাশে থাকার বার্তাও দেন। সেই সঙ্গেই করোনা আবহে মাস্ক পরার বার্তাও দেন তিনি। অন্যদিকে সামনেই রয়েছে নতুন বছর এবং বড়দিন। বক্তব্যের শেষে এদিন তাই সকলের উদ্দেশ্যে বড়দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।