'কাটমানি' ঢাকতে 'ব্ল্য়াকমানি'! বিজেপিকে তোপ মমতার
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিকবার বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি প্রসঙ্গ নিজেই টেনে বিজেপি-কে ব্ল্যাকমানি নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিকবার বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি প্রসঙ্গ নিজেই টেনে বিজেপি-কে ব্ল্যাকমানি নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ২৬ ও ২৭ জুলাই ব্ল্যাকমানি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করবেন তাঁরা। এদিন বললেন, মমতা বলেন নোটবন্দির পর থেকে এত টাকা কোথায় পেল বিজেপি। এত পাঁচতারা হোটেল, এতগুলি ফ্ল্যাটের দাম কোথা থেকে এল। এই সব ব্ল্যাকমানি বিজেপিকে ফিরিয়ে দিতে হবে। তাই এদিন বার বার ব্ল্যাকমানি ফিরিয়ে দেওয়ার স্লোগান তোলেন মমতা।