আদিগঙ্গাকে বাঁচাতে পথে নামলেন মেয়র, দেখুন ভিডিও

  • আদিগঙ্গাকে বাঁচাতে পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম
  • টালিগঞ্জে প্ল্যাকার্ড হাতে পদযাত্রায় হাঁটলেন তিনি
  • পদযাত্রায় সামিল হন সাংসদ মালা রায় ও মন্ত্রী অরূপ বিশ্বাসও
  • আদিগঙ্গাক বাঁচাতে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিলেন মেয়র
     

/ Updated: Dec 07 2019, 03:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুষণের কবলে আদিগঙ্গা। মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার টালিগঞ্জে প্ল্যাকার্ড হাতে পদযাত্রায় শামিল হলেন তিনি। পদযাত্রায় পা মেলালেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসও।  কলকাতা পুরসভার মেয়রের বক্তব্য, ফুল, প্লাস্টিক-সহ যাবতীয় আর্বজনা ফেলা হচ্ছে আদিগঙ্গায়। এলাকায় মানুষ যদি সচেতন না হন, তাহলে আদিগঙ্গাকে দুষণের হাত থেকে বাঁচানো যাবে না।  টালিগঞ্জ এলাকায় আবার দূষিত জলও মিশে যায় আদিগঙ্গাতে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আদিগঙ্গায় দুই পাড়ে জমি চিহ্নিত করেছে পুরসভা। সেই জমিতে এসটিপি তৈরি করা হবে।